• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান নগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমনের সভাপতিত্বে ও সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও দেবাশীষ পাল দেবু’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সহ-সভাপতি নুরুল আনোয়ার, হেলাল উদ্দিন, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাদিত, সাইফুদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক দিদার উর রহমান তুষার, আবু মোহাম্মদ মহিউদ্দিন, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর টিপু,উপ-ক্রীড়া সম্পাদক শাহজাহান আহমেদ সামি, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, ইব্রাহিম খলিল নিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াসিম, মোখতার হোসেন আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। বর্তমা কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহে দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট হয়ে উঠেছে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ