• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভাই-বোন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

চট্টলবীর ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের দুজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) ভোরে কামাল গ্রুপের সদস্য মোহাম্মদ আলম লালা, সাদ্দাম হোসেনসহ ৮-১০ জন কমিটির সদস্য সৈয়দ আহমদের ঘরে হামলা চালায়। আহত মো. রফিক ও রোজিনা আক্তারকে ক্যাম্পের আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সৈয়দ আহমদের ভাই ও বোন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম র্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে ক্যাম্পের এইচ ব্লকে সৈয়দ আহমদের ঘরে ৮-১০ জন অস্ত্রধারী আনুমানিক ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুজন দু গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছর মার্চ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছেন ৯ জন। একই সঙ্গে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অনন্ত ২০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ