স্টাফ রিপোর্টার: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম জলপাইতলী সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে বাংলাদেশে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান নিহত নারীর নাম হোসনে আরা (৫৫)। তিনি স্থানীয় ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে। জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে হোসনে আরা ও এক রোহিঙ্গা শ্রমিক কাজ করছিলেন। কাজ শেষে ক্ষেত সংলগ্ন বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন তারা। এ সময় মিয়ানমারের ছোড়া মর্টার শেল এসে তাদের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় হোসনে আরাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ওই রোহিঙ্গা শ্রমিক হিসাবে ক্ষেতে কাজ করছিলেন বলে জানা গেছে। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।