স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় কাজের মূল্যায়নে সাত সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি বুধবার নগরের খুলশী থানার ট্রাফিক উত্তরের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়েছে। গত জানুয়ারি মাসে সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে সাত জন সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃত সার্জেন্টরা হলেন মো. মাসুদ রানা, মো. শাহীন মিয়া, মো. সাদিকুর রহমান, আশিকুর রহমান আবির, মো. কামরুল আজিম, মো. জাকির হোসেন এবং মো. মোস্তফা কামাল। গত মাসের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেন বায়েজিদ-অক্সিজেন ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. আলমগীর হোসেন। এছাড়া বিশেষ মূল্যায়ন পুরস্কার পান সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা ও ট্রাফিক পরিদর্শক (টিআই প্রশাসন) মো. কামাল উদ্দিন। এ সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীনের সভাপতিত্বে এসি ট্রাফিক উত্তর আসিফ মাহমুদ গালিবের সঞ্চালনায় ট্রাফিক উত্তর অফিসে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক উত্তর কীর্তিমান চাকমা, টি আই অ্যাডমিন মো,কামাল হোসেন, টি আই মোহরা মো কামরুজ্জামান রাজ, টি আই মুরাদপুর উত্তম কুমার দেবনাথ, টি আই খুলসী মোঃ আব্দুস সবুর, টি আই বহদ্দারহাট বিপুল পাল, টি আই বায়েজিদ মো,আলমগীর হোসেন এবং উত্তর বিভাগের অন্যান্য সদস্যরা।