স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে গাড়ি চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির এক বিজ্ঞপ্তিতে ট্রাফিক পুলিশি ব্যবস্থাপনা নিয়ে এসব নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরের কোতোয়ালীর তিনপোল থেকে সিনেমা প্যালেস হয়ে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ থাকবে সোমবার রাত ১০টা থেকে।
এদিকে নিউমার্কেট এলাকার মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় প্রণীত নিন্মোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সিএমপির পক্ষ থেকে।
মানতে হবে যেসব নির্দেশনা: ২০ ফেব্রুয়ারি রাত ১০টা হতে নগরের তিনপুল হতে আমতল, আমতল হতে নিউমার্কেট এবং সিনেমা প্যালেস হতে রাইফেল ক্লাব রোডে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিউমার্কেট হতে আমতল রোডে দ্বিমুখী যান চলাচল বজায় থাকবে। এছাড়া তিনপুল মোড় হতে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড ব্লক করে যানবাহনগুলো ডাইভারশন দেওয়া হবে।