স্টাফ রিপোর্টার: ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ি চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ মার্চ শনিবার সকাল ১১ টায় ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তর প্রধানসহ সংশ্লিষ্ট সকল।