স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আলিশান জীবনযাপন করছেন আবছার নামের এক প্রতারক। সূত্র জানায়, দুবাই প্রবাসী এই প্রতারক আবছারের বাড়ী চট্টগ্রামের দোহাজারী এলাকায়। তিনি দোহাজারী পৌরসভার উত্তর দিয়াকুল এলাকার মোহাম্মদ ইসহাক মিয়ার সন্তান। তার প্রতারণা থেকে রেহায় পাননি সৌদি আরব প্রবাসী নিজের আপন ছোট ভাই মোহাম্মদ জাফরানও। এদিকে প্রতারনার জন্য নতুন এক কৌশল অবলম্বন করেছে আবছার। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতারণার হজম করার জন্য পুলিশ পরিচয়ে একটি ফোন নাম্বারের ইমু ব্যবহার করে সেখানে দুবাই পুলিশের ড্রেস পরিহিত একটি ছবি সংযুক্ত করে বার বার পাওনাদারদের হুমকি দিয়ে যাচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন আবছারের প্রতারণার শিকার ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। সুত্র জানায় আবছার দুবাইয়ে ফ্যালকন গ্লোবাল জেনারেল ট্রেডিং এল এল সি কোম্পানীতে চাকুরি করলেও অর্থ চুরির দায়ে সে চাকুরিটি তাকে হারাতে হয়। বর্তমানে তিনি চাকুরি হারিয়ে বেছে নিয়েছেন সহজ সরল প্রবাসীদের সাথে নানা ধরনের প্রতারণা। সহজ সরল সাধারণ প্রবাসীদের কৌশলে মিথ্যে স্বপ্ন দেখিয়ে স্বল্প বিনিয়োগে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের কথা বলে টাকা হাতিয়ে নেয় প্রতারক আবছার। তার প্রতারনার জালে পা দিয়ে অনেকেই সর্বহারা হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জানায়, দুবাইয়ের দেরা এলাকায় মায়ের দোয়া নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে অধিক মুনাফা অর্জনের স্বপ্ন দেখান প্রতারক আবছার। মায়ের দোয়া নামক ব্যবসা প্রতিষ্ঠানটি নিজের বলে জানিয়ে প্রবাসীদের অর্থ হাতিয়া নেওয়ার জন্য সে নানা ধরনের কৌশল অবলম্বন করেন। আবছারের প্রতারণার জালে পা দিয়ে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশ এবং আমিরাতের বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তার হাতে তুলে দেন হাজার হাজার দেরহাম। বর্তমানে আবছারে প্রতারণা ফাঁষ ঞযৈ গেলে পাওনাদারদের একের পর হুমকি দিয়ে যাচ্ছে।