স্টাফ রিপোর্টার: নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটে এক ভবনে আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসমান গনি হুজুরের ভবনের ৩য় তলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ওই ভবনের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি পরিবার ছিল। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত।