• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

খাগড়াছড়ির নতুন এডিএম নিযুক্ত হয়েছেন তানজিন তিশা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
তানজিন তিশা

চট্টলবীর ডেস্ক : খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিযুক্ত হয়েছেন তানজিন তিশা। ৩ এপ্রিল সোমবার তিনি খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেন। তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর দায়িত্ব দেয়া হয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করার আগে তানজিন তিশা বাংলাদেশ সরকারের খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা তানজিন তিশা রাজশাহী বিভাগের বগুড়া জেলার কৃতি সন্তান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কর্তৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তানজিন তিশাকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়।
যোগদানের পর তানজিন তিশা বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার আমাকে উপজেলা নির্বাহী অফিসার থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করেছেন খাগড়াছড়ি জেলায়। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের দেওয়া দায়িত্ব সততার সাথে পালন করতে পারি।
সরকার যে কোনো অতিরিক্ত ডেপুটি কমিশনারকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করতে পারবেন এবং সরকারের নির্দেশমত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের একজন জেলা প্রশাসকের পূর্ণ অথবা আংশিক ক্ষমতা থাকবে। সমস্ত উপজেলার নির্বাহী অফিসার স্বীয় দায়িত্বের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক আই বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজগর আলী মানিক নব নিযুক্ত খাগড়াছড়ির অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং নতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিন তিশাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষিত যুব সমাজের নারী পুরুষ কাঁধ শক্ত করে পথ চলছে দৃঢ় পদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ