স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে বসবাসকারী পাহাড়ের আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে বৈসাবি উৎসব পালন করেছে। এ সময় তারা বিশাল শোভাযাত্রা আয়োজন করা সহ নতুন বছরে সকলের মঙ্গল ও শান্তি কামনায় সমুদ্রে ফুল ভাসান। আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের যেমন ভিন্ন ভিন্ন নাম রয়েছে, তেমনি উৎসবের তিনটি দিনের নামও আলাদা। ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উৎসবের প্রথম দিনকে হারি বৈসুক, দ্বিতীয় দিনকে বিসুমা ও তৃতীয় দিনকে বিসিকাতাল বলে। মারমারা প্রথম দিনকে সাংগ্রাই আকনিয়াহ, দ্বিতীয় দিনকে সাংগ্রাই আক্রাইনিহ ও শেষ দিনকে লাছাইংতার বলে। চাকমাদের কাছে এগুলো ফুল বিজু, মূল বিজু ও গোজ্যেপোজ্যে দিন হিসেবে পরিচিত।