চট্টলবীর ডেস্ক : বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৫ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৬৯ বছর। এর আগে গত ১৪ এপ্রিল বাদ জুমা শাররীক অসুস্থতার কারনে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পৌর মেয়রকে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল সকাল ৬.৩০ এর দিকে তিনি মৃত্যু বরন করেন। তিনি পর পর দুই দু বার বান্দরবান পৌরসভার নির্বাচিত মেয়র এবং বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে পৌর মেয়র মোঃ ইসলাম বেবী ১৯৬৮ সালে তৎকালীন বান্দরবান মহকুমার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, এরপর বান্দরবান জেলা যুবলীগের সভাপতি সহ একাধিক বার জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর বিভিন্ন পদে আশিন ছিলেন। রাজনীতি ছাড়াও তিনি ছিলেন একজন ক্রীড়া ব্যাক্তিত্ব, তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক এবং রেফারি এসোসিয়েশন এর দায়িত্ব পালন করেন। এদিকে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর মৃত্যু তে শোখ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উদু শৈসিং। পৌর মেয়রের মৃত্যু তে শোকাহত পুরো ন্দরবানবাসী।