• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

নয় মাসের সংগ্রামে স্বাধীনতা, যা মুজিবনগর সরকারের বড় অর্জন ছিল: চুয়েট ভিসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, মুজিবনগর সরকারের হাত ধরেই আমাদের স্বাধীনতার স্বপ্ন বাস্তবে রূপলাভ করেছিল। এই সরকার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে যুদ্ধে সম্পৃক্ত করে অত্যন্ত দক্ষতার সাথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন। জাতীয় চার নেতা বহিঃর্বিশ্বে বাংলাদেশ নামক ভূখন্ডের সপক্ষে সমর্থন আদায়ে নিরলসভাবে কাজ করে গিয়েছিলেন। মাত্র নয় মাসের সংগ্রামের মাধ্যমে একটি দেশের স্বাধীনতা, যা মুজিবনগর সরকারের অন্যতম বড় অর্জন ছিল। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে। যাতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ইতিহাস বিকৃতির সুযোগ নিতে না পারে। তিনি ১৭ই এপ্রিল সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি ও চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন ও স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১১ টায় মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাদ জোহর চুয়েট কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক মসজিদে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ