স্টাফ রিপোর্টার : বন্দর নগরী চট্টগ্রামের রামপুর ওয়ার্ডের সড়ক উন্নয়ন ও আর ড্রেন নির্মা ণে ১৭ কোটি ৭০ লক্ষ টাকার দুটিদু প্রকল্পের উদ্বোধন
করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আজ ১৭ এপ্রিল সোমবার মেয়র ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২৫ নং রামপুর ওয়ার্ডস্থ হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা মোড় এবং ৯ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ঈদগাঁ মোড় হতে নয়াবাজার মোড়, ধোপাপাড়া সড়ক হতে নয়াবাজার পর্যন্ত সড়ক ও হালিশহর নয়াবাজার বাইলেইনের উন্নয়নকাজের উদ্বোধন করেন। এসময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন সেটির মাধ্যমে চট্টগ্রামে কোন কাঁচা রাস্তা থাকবেনা। তবে কেবল নতুন সড়ক নির্মাণ না করে বিদ্যমান যে সমস্ত সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো সংস্কারে আমি বিশেষ জোর দিচ্ছি কারণ সড়ক সংস্কারে ব্যয় কম হলেও এর সুফল অনেক বেশি। জনগণের সহযোগিতা চেয়ে মেয়র বলেন, জলাবদ্ধতা হ্রাসে কেবল উন্নয়ন প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন জনগণের সচেতন আচরণ। নালায় অপচনশীল বর্জ্য ফেললে, রাস্তা বেদখল করলে কোন প্রকল্পই শতভাগ সফল হবেনা। এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী মোহাম্মদ কামরুল হাসান।