চট্টলবীর ডেস্ক : সরকারের সচিব পদে চার কর্মকর্তার রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এই রদবদল ও পদোন্নতি দিয়ে পৃথক আদেশ জারি করেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণভলয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় এবং পিএসসি সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।