• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ট্রফি উন্মোচন।

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা শুরু হবে আগামী ২৫ এপ্রিল থেকে। এরই মধ্যে লালদীঘি মাঠের ভেতরেই বলি খেলার মঞ্চ তৈরি করা হয়েছে। একে একে সব প্রস্তুতি সেরে নিচ্ছেন আয়োজকরা। গতকাল ১৯ এপ্রিল বুধবার বলি খেলার প্রত্যাশিত সে ট্রফি উন্মোচন করা হয়েছে। যে ট্রফির জন্য লড়াই করবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বলিরা। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া বলিদের জন্য জার্সিও উন্মোচন করা হয়। গতকাল ১৯ এপ্রিল লালদীঘি পাড়স্থ জব্বারের বলিখেলা আয়োজক কমিটির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি এবং জার্সি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বলি খেলা আয়োজক কমিটির সভাপতি ও আন্দকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল। এসময় উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বলি খেলা আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আকতার আনোয়ার চঞ্চল প্রমুখ। অনুষ্ঠানে মেয়র বলেন, জব্বারের বলি খেলা চট্টগ্রামের শত বছরের বেশি সময়ের ঐতিহ্য। এই দেশ থেকে অনেক ঐতিহ্য হারিয়ে গেছে। হয়তো সামনে আরো অনেক কিছু হারিয়ে যাবে। পৃথিবী থেকে অনেক ভাষা হারিয়ে গেছে। হয়তো একসময় চট্টগ্রামের ভাষাও হারিয়ে যাবে। তবে আমাদের চেষ্টা করতে হবে এসব ঐতিহ্য ধরে রাখার। জব্বারের বলি খেলার সফল আয়োজনে সর্বাত্মক সহায়তা এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ