স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ দেশের এ তিন বিভাগে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা আছে। ঝড়ের পর সেখানে বৃষ্টিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, গতকালের তুলনায় রাজধানীতে আজ গরমের তীব্রতা সামান্য বেশি। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঢাকায় কালবৈশাখীর সম্ভাবনা কম। মূলত সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসের আর্দ্রতা আগামীকাল আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে।