• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পটিয়ায় মাজারের জায়গায় রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামে হাফেজ আবু ছৈয়দ শাহ মাজারের জায়গায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হায়দার আলী নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবু ছৈয়দ শাহ মাজারের ওয়ারিশ ছৈয়দ এরফান বাদী হয়ে মোহাম্মদ নূরসহ ১০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি এজাহার দেয়া হয়েছে। আবু ছৈয়দ শাহ মাজারের সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ এনায়েতুর রহমান জানান, তাদের মাজারের জায়গা দখল করে ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা নির্মাণ করে ইট বিছানোর জন্য প্রস্তাব করা হয়। এতে আমি বাদী হয়ে চট্টগ্রাম এডিএম কোর্টে একটি ১৪৫ ধারায় মামলা দায়ের করি। আদালত উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। কিন্তু ইউপি মেম্বার শফিউল বশর আদালতের আদেশ অমান্য করে ইট বিছাতে চাইলে আমি বাধাঁ দিই। ফলে এলাকার লোকজন দলবদ্ধ হয়ে মাজারে ইট পাটকেল নিক্ষেপসহ আমার অনুসারি হায়দার আলীকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ