• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

মিরসরাইয়ে সড়কে ইট, কংক্রিট, বালু, সিমেন্টের বস্তার স্তূপ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে সড়কে ইট, কংক্রিট, বালু, সিমেন্টের বস্তার স্তূপ রেখে ভবন নির্মাণ করছেন আবদুর রহমান ইশান নামের এক ভবন মালিক। এ নিয়ম নীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও মিরসরাই পৌরসভা ও স্থানীয় প্রশাসন থেকে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে চরম দুর্ভোগের পড়েছেন পৌরবাসীরা। জানা গেছে, পৌরসদরের মিরসরাই থানার সামনে (পশ্চিম পাশে) বাস কাউন্টার সংলগ্ন আবদুর রহমান ইশানের বহুতল ভবন নির্মাণের কাজে ইট, বালু, কংক্রিট ও সিমেন্টের বস্তা রেখে ফুটপাত দখল করে চলছে ঢালাইয়ের কাজ। ইটের কংক্রিট ফুটপাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত করা হয়েছে মজুদ। এতে পথচারীরা ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে। এছাড়া ওই বহুতল ভবন নির্মাণে ব্যবহার করা হয়নি কোন সতর্কতা। কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ করা হচ্ছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের পাশে ভবন। এ বিষয়ে নির্মাণাধীন ভবনের মালিক আবদুর রহমান ইশানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি করা উচিত হয়নি। আমাদের ভুল হয়েছে। আমরা নিরুপায় হয়ে এভাবে রাস্তার উপর কাজ করছি। অন্য কোন জায়গা নেই। আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, পৌর এলাকায় রাস্তার উপরে ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে যারা ভবন নির্মাণ করা উচিত নয়। বিষয়টি আমি খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ