• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

মহেশখালীতে পানের বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ মে, ২০২৩

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বন পরিষ্কারের নামে কৃষকদের পানের বরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে শাপলাপুর বনবিটের কর্মকর্তা নুরে আলম নাহিদের বিরুদ্ধে। এতে ৪টি পান বরজ, ছোট-বড়-মাঝারি সাইজের ৪/৫শ গাছ পুড়ে ছাই হয়ে গেছে। বিনষ্ট হয়ে গেছে পশুপাখিদের আবাসস্থল।

স্থানীয়রা জানিয়েছেন, গত ২৯ এপ্রিল দিনের বেলায় মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকার চিকনীর পথ পাহাড়ি এলাকায় আগুন লাগানো হয়। সেই আগুন ২ মে মঙ্গলবার দুপুরেও জ্বলতে দেখা গেছে। এতে ওই গ্রামের ছালেহ আহমদের পুত্র বদিউল আলম, জালাল আহমদের পুত্র নুরুল ইসলাম, মুহাম্মদ রফিক উদ্দীনের পুত্র শেফায়েত এবং মৃত নুরুল হকের পুত্র নাছির উদ্দীনের মালিকানাধীন ৪টি পানের বরজ পুড়ে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে। ভূক্তভোগী নাছির উদ্দীন ও শেফায়েত জানান, পাহাড়ের পাদদেশে নতুন পানের বরজ করতে বিট কর্মকর্তাকে ২০ হাজার টাকা এবং পুরাতন বরজ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ দিতে হয়। অন্যতায় পাহাড়ি জমি সরকারের বলে পান বরজ ভেঙে দেয়। বাধ্য হয়ে অনেকেই বিট কর্মকর্তাকে টাকা দিয়েছেন। তারা আরও জানান, তাদের কাছেও টাকা দাবী করেছিল বনবিট কর্মকর্তা নুরে আলম নাহিদ। সেই টাকা না পেয়ে পানের বরজে আগুন লাগিয়ে দেয়। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে জীববৈচিত্র্যে ভরপুর।

স্থানীয়রা জানায়, দ্বীপটির পরিবেশ রক্ষার চেয়ে বিপর্যয় ঘটাতে ভূমিকা রাখছে বনবিভাগের লোকজন। বনায়নের নামে গাছ কাটা, পাহাড় ও গাছ খেকোদের সাথে আঁতাত করে পাহাড় কাটা ও গাছ কাটায় পরোক্ষ ভূমিকা রাখছে দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারীরা। তাদের নাকের ডগায় প্রতিদিন রাতে পাহাড় কেটে মাটি ও গাছ কেটে নিয়ে গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোন পদেক্ষপ গ্রহণ করে না বনবিভাগের কর্মকর্তারা।

পাহাড়ে আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করে শাপলাপুর বনবিট কর্মকর্তা নুরে আলম নাহিদ বলেন, এটি আমার বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র করছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়ে তা আমরা অনুসন্ধান করছি। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান পাহাড়ে আগুন দেয়ার ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, বন কর্মকর্তাদের ভুলে কৃষকদের পান বরজ পুড়েছে। মূলত বনায়নের জন্যই বন পরিষ্কারের কাজ করেছে বনবিভাগের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ