• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ট্রলারে ১০ লাশের ঘটনায় পুলিশের সব ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে: আইজিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ মে, ২০২৩

কক্সবাজার প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারে যে ১০ জনের হত্যাকাণ্ড ঘটেছে- যাই হোক না কেন ১০টি প্রাণহানি তো হয়েছে। ঘটনাটি আমি শোনার পর ডিআইজিকে দ্রুত তদন্ত করতে বলেছি। সিআইডি টিম পাঠিয়েছি। এই ঘটনায় সব ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে। এই ঘটনায় বেশ কয়েকজন আসামি ধরা পড়েছে। তারা ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তদন্ত চলছে। আমরা আশা করছি, এই তদন্তে ভালো কিছু আসবে। ৩ মে বুধবার বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা পুলিশ কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় কক্সবাজার পুলিশ সুপার ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন-এর তিন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে সারা দেশে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সবাই মিলে দেশে ভালো কাজগুলো করছি। অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে যত বড় অপরাধী হোক না কেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, বিভিন্ন কৌশলে প্রথমে অপরাধীদের তালিকা করি। অপরাধের প্রমাণ পেলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ