• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

হালদা হাটহাজারী অংশে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : হালদা নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল, একটি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। ৪ মে বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন ও ধলই ইউনিয়ন থেকে ৬টি ঘেরা জাল জব্দ করা হয় যার আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার মিটার। এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদা নদীতে ডিম সংগ্রহের মৌসুমে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ