• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

যে কোনো প্রয়োজনে পুলিশ বাহিনীকে পাশে পাবেন: আইজিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশ বাহিনীকে পাশে পাবেন। বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন সারা বিশ্বে বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

৪ মে বৃহস্পতিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৩ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, প্রতিবছর যখনই কোনো উৎসব আয়োজন হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তাদের ধর্মীয় আচারঅনুষ্ঠান করার এবং নিরাপত্তার সহায়তার নির্দেশনা তিনি দিয়ে থাকেন। সে নির্দেশনার আলোকে দেশের সব ধর্মের-বর্ণের মানুষ একসঙ্গে পালন করি। সম্প্রীতির যে মেলবন্ধন আমরা সৃষ্টি করেছি তা সারা বিশ্বে নজির সৃষ্টি করেছে। অনেক দেশ থেকে আমরা ভালো আছি।

পুলিশের মহাপরিদর্শক বলেন, এ ধরনের যে কোনো অনুষ্ঠানে সব ধর্মপ্রাণ ভাই-বোন যারা আছেন তারা নিজের ধর্ম যাতে যথাযথভাবে পালন করতে পারে এজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা সব সময় করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। সে উৎসবে আমরা সবাই একসঙ্গে মিলিত হতে এসেছি। তাদের আশ্বস্ত করতে চাচ্ছি যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশ বাহিনীকে পাশে পাবেন। যে কোনো প্রয়োজনে আপনারা স্থানীয় পুলিশকে ফোন করতে পারেন। পাশাপাশি ৯৯৯ এ ফোন দিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ