• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের চার উপজেলায় ডায়রিয়া রোগীর হার অন্যান্য উপজেলা থেকে বেড়ে যাওয়ায় এর কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়। গত ৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়া চার উপজেলাগুলো হলো বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলা। এসকল উপজেলায় ডায়রিয়া আক্রান্তের কারণ সরেজমিনে পরিদর্শন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরীকে তদন্ত কমিটির সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু মং মারমা এবং সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মো. নুরুল হায়দার। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়ুয়া জানান, ডায়রিয়া রোগ মোকাবিলায় সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুমও খোলা হয়েছে।’
এদিকে, সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডায়রিয়া ও পানিবাহিত রোগে চিকিৎসার জন্য পর্যাপ্ত খাবার স্যালাইন ওষুধ চিকিৎসা সামগ্রী মজুদ রাখার নির্দেশনাও দেয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ডায়রিয়া ও পানিবাহিত রোগের চিকিৎসায় জাতীয় গাইডলাইন অনুসরণ করতে বলা হয়।
এজন্য সিভিল সার্জন কার্যালয়ে জেলা কন্ট্রোল রুম (ফোন নাম্বারে ০২৩৩৩৩৫৪৮৪৩) খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ