স্টাফ রিপোর্টার : ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে ৫ মে শুক্রবার সকালে বীরকন্যার জন্মভূমি পটিয়ার ধলঘাটে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বীরকন্যার বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা প্রকাশ ও স্যালুট জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, অধ্যাপক ভগীরথ দাশ, আনোয়ার হোসেন, আবদুর রহমান রুবেল, গিয়াসউদ্দিন সেলিম, শিবলী সাদিক কফিল, মনোজ মিত্র, পলাশ রক্ষিত, পার্থদাশ, মোরশেদুল আলম, রুবেল সেন প্রমুখ।