• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

চলন্ত লরি থেকে কনটেইনার ছিটকে পড়ায় নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১০ মে, ২০২৩

চট্টলবীর ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় একটি চলন্ত লরি থেকে কনটেইনার পড়ে দুই রিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার ১০ মে দুপুর ১২টার দিকে স্টিল মিল খাল পাড় রোডের আলী প্লাজার সামনে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা বলেন, চলন্ত একটি লরি থেকে হঠাৎ কন্টেইনার উল্টে রাস্তায় পড়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক এবং রিকশায় থাকা দুই যাত্রী কনটেইনারের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নিচ থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং রিকশাচালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, কন্টেইনারের নিচে চাপা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনকে মৃত্যু অবস্থায় এবং একজনকে আহতাবস্তায় উদ্ধার করা হয়েছে। আহত রিকশাচালককে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, লরিতে থাকা কন্টেইনারটি একটি রিকশার উপর পড়ে তিনজনকে চাপা দেয়। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ