স্টাফ রিপোর্টার: ফটিকছড়িতে ব্রীজের রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছে। ১৪ মে রোববার সকালে ফটিকছড়ির ধুরুং খালের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। চালক শিহাব মিয়া (২৬) বাঁশখালীর চাতরী এলাকার বাসিন্দা। ফটিকছড়ি হাইওয়ে পুলিশের ওসি আদিলুর রহমান বলেন, ট্রাকটি ব্রীজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে ট্রাকটি খালি ছিল। চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়। পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।