স্টাফ রিপোর্টার: রাঙামাটির সাপছড়িতে দুর্বৃত্তের গুলিতে রূপান্ত চাকমা ওরফে লেজা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার ১৪ মে সকাল পৌনে নয়টার দিকে সদরের সাপছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছক্রাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রূপান্ত চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামে। তার পিতার নাম ল²ী চন্দ্র চাকমা। সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রবীণ চাকমা জানান, ১ নম্বর ওয়ার্ডে রূপান্ত চাকমা ওরফে লেজা নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে সে এই এলাকার বাসিন্দা না। তার সম্পর্কে বিস্তারিত কোন তথ্য এখনো পাই নাই। এদিকে রূপান্ত চাকমা ওরফে লেজাকে নিজেদের দলের সংগঠক বলে দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮.৪৫টার সময় ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাকে হত্যার পর সন্ত্রাসীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়। বিবৃতিতে ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করা হয় এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।