• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

পতেঙ্গায় মাঝ সাগরে লাইটার জাহাজে আগুন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রে অবস্থানরত এমভি মুহুরি-২ লাইটার জাহাজে আগুন লেগেছে। শুক্রবার ২৬ মে রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে আমাদের দুটা ইউনিট স্টেশন থেকে বের হয়। তবে জাহাজটি সাগরের মাঝখানে। তাই আমাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে দেরি হয়। সেখানে আগুনের উত্তাপ আর কালো ধোয়া বেশি ছিলো।

তবে এ ঘটনায় জাহাজে থাকা দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যদিও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। সবমিলিয়ে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। বন্দর কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী জাহাজ ও কোস্টগার্ডের সহযোগিতায় আগুন নেভানো হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় জাহাজে থাকা দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, এমভি মুহুরি-২ নামের লাইটার জাহাজটি বন্দর জলসীমায় আলফা নোঙর এলাকায় অবস্থান করছিল। আগুন লাগার পর ঘটনাটি বেতার বার্তায় জানালে ঘটনাস্থলে বন্দরের টাগবোট কাÐারি-৮ পাঠানো হয়। পাশাপাশি কোস্টগার্ডের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাইটার জাহাজটিতে মোট পাঁচজন ছিলেন। এরমধ্যে দুজন আহত হয়। তবে তারা সকলেই নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, আকমল আলী ঘাট থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাগরে নোঙর করে রাখা ছিল লাইটার জাহাজটি। আগুন লাগার পর সাথে সাথে আমাদের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ