• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নদীবন্দরে আবহাওয়া অধিদপ্তরে ২ নম্বর সংকেত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

চট্টলবীর ডেস্ক : সারাদেশে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। এসময় সিলেটে ৫১, ময়মনসিংহে ১৫ ও নেত্রকোনায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে দুপুরের দিকে ঢাকায় বৃষ্টি হয়। এর আগে সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ দেখা যায়। যদিও মাঝে মেঘ কেটে সূর্যের দেখা মিলেছিল। এছাড়া বুধবার আট বিভাগেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বয়ে যেতে পারে কালবৈশাখী।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ