স্টাফ রিপোর্টার : একটি বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না বলে মন্তব্য করায় বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ১ জুন বৃহস্পতিবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো.জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন সোহরাব হোসেন নামের এক ব্যক্তি।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলো না বলে মন্তব্য করেছেন বন গবেষণা ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে।
জানা গেছে, একটি বৈঠকে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. রফিকুল হায়দার বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না। তার বক্তব্যের একটি অডিও রেকর্ড রয়েছে।