স্টাফ রিপোর্টার : ভারতের পেঁয়াজ বাজারে ঢোকায় দাম কমেছে দেশি পেঁয়াজের। তার ওপর ট্রাকে পরিবহনকালে পচে গলে যাওয়া ভারতীয় পেঁয়াজ ২০-৩০ টাকায় বিক্রি হওয়ায় রিকশাভ্যানে ভাসমান বিক্রেতা ও হোটেলগুলো দেদারসে কিনছেন পেঁয়াজ। এতে অস্বাভাবিক দাম বৃদ্ধি, আমদানির খবরে কয়েকদিন স্থবির হয়ে পড়া খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার চাঙা হয়েছে। ৭ জুন বুধবার খাতুনগঞ্জের চিত্র ছিল এমনটি।
আড়তদাররা বলছেন, দেশি পেঁয়াজ দেখতে ভালো। কিন্তু ভারতের পেঁয়াজ কম দাম হওয়ায় দেশি পেঁয়াজের দাম কমেছে। আজ দেশি পেঁয়াজ বিক্রি মানভেদে ৫০-৫৩ টাকা। কিছু ভারতীয় পচা পেয়াজ ২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।