স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি জাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি হাসান বৈদ্যকে গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। ১০ মে শনিবার উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি মিছিল বটতলী মোটর স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, সাংবাদিক জাহেদের ওপর হামলার ঘটনার ১০দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল।