• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

যে জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করবে, সে অনেকদূর এগিয়ে যেতে পারবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করবে, সে অনেকদূর এগিয়ে যেতে পারবে।
জীবন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। জীবনকে যুদ্ধক্ষেত্র হিসেবে নিয়ে জীবনযুদ্ধে জয়ী হতে হবে। ১৭ জুন শনিবার চট্টগ্রামের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাসে শরৎকালীন সেমিস্টার ২০২৩ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ