চট্টলবীর ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছামতি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সনাতনী ধর্মালম্বীদের এ মেলা বুধবার (২৯মার্চ) ইছামতী খালের তীরে বাসন্তী পূজার অষ্টমী তিথির দিনে আয়োজন করা হয়। জানা গেছে, ১৭৪৮ খ্রিষ্টাব্দে আনোয়ারা উপজেলা সদরের ইছামতি নদীর পারে ইছামতি বিগ্রহ মন্দিরে সনাতনী সম্প্রদায়ের লোকেরা বাসন্তী পূজার অষ্ঠমী তিথীর দিনে জড়ো হন এবং তারা সেখানে গঙ্গাস্নান ও আরাধনা করেন। এ উপলক্ষে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় মেলা জমে উঠে।মেলায় বিভিন্ন রকমের ব্যবহারের জিনিস, ঘর সাজানোর নানা উপকরণ, খেলনা, বাঁশ, বেতের তৈরি সামগ্রী প্রভৃতি ব্যা পক সমারোহ ঘটে।