স্টাফ রিপোর্টার : ১০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি হয়েছে ইপিজেড থানা আওয়ামী লীগের। আজ ২৫ জুন রবিবার সকালে নগরীর ইপিজেড থানাধীন রেইনবো কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সুলতান নাছির উদ্দিনকে সভাপতি ও সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম.এ লতিফ। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহŸায়ক মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মশিউর রহমান চৌধুরী, রোটা: হাজী ইলিয়াছ, কামরুল হাসান বুলু, হাজী জহুর আহমদ কোং, হাজী সুলতান নাছির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক হাজী জিয়াউল হক সুমন, ওয়ার্ড আ.লীগ সভাপতি হাজী মোঃ আসলাম, নারী নেত্রী শারমিন সুলতানা, ফরিদ উদ্দিন বাবর, সেলিম আফজল, লোকমান হাকিম, এড. শামসুল আলম প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগের হাত শক্ত করতে সম্মেলন ও নতুন কমিটির বিকল্প নেই। কারণ দলের ঐক্য প্রতিষ্ঠায় এবং অভ্যন্তরীণ শক্তি সঞ্চয়ে তৃণমূল স্তরে পরীক্ষিত ত্যাগী নেতারাই সবচেয়ে বড় ভরসা।