চট্টলবীর ডেস্ক : চট্টগ্রামের রাউজানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১২ নারী-পুরুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়া সারাংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রওশন (৩৭), মো. আনোয়ারের দুই ছেলে মো. তারেক (৪১), আরিফ (৩৫), নুরুল আবছারের ছেলে আলমগীর (৪০), আলমগীরের চাচাতো বোনের জামাতা ও রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের এজালাশ মিয়ার ছেলে রাসেল (২৫), খোরশেদুল আলমের স্ত্রী কৌহিনুর আকতার (৩৩), নুরুল হাকিমের স্ত্রী রুনা আকতার (৩১)। তাদের বিপরীত পক্ষের প্রয়াত আলী আকবরের ছেলে মো. হোসেন (৪৫), মো. হাসান (২৮), জয়নাল আবেদীনের স্ত্রী কুনসুমা আকতার (৩৫) ও মেয়ে মায়া আকতার (১২) ও ফিরোজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩৬)। উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতÐার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, লাঠিসোটা দিয়ে দুপক্ষের মারামারিতে অন্তত ১২জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন আহত আলমগীরের পক্ষ। ঘটনায় আহত মোহাম্মদ আলমগীর বলেন, বহিরাগত সন্ত্রাসী এনে প্রতিপক্ষের লোকজন আমাকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিপরীত পক্ষের মো. হাসান বলেন, তারা আমার ঘরের সামনে এসে হামলা চালিয়েছে। আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছে।