• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার : বৃহত্তর চট্টগ্রাম থেকে কোরবানির ঈদে ৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চট্টগ্রামের আড়তদাররা। এজন্য নেওয়া হয়েছে প্রস্তুতিও। চামড়া সংগ্রহের পর দ্রæততম সময়ের মধ্যে পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করার লক্ষ্যে প্রয়োজনীয় লবণ মজুদসহ জনবল ঠিক করেছেন চামড়া ব্যবসায়ীরা। এর বাইরে বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষও চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রাম প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবার কোরবানি দেওয়া হতে পারে ৮ লাখ ৭৯ হাজার ৭১৩টি পশু। তবে অভ্যন্তরীণভাবে উৎপাদন হয়েছে ৮ লাখ ৪২ হাজার ১৬৫টি। বাকি গরু এসেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। বাণিজ্য মন্ত্রণালয় কোরবানির পশুর মধ্যে লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে ৬ শতাংশ বাড়িয়েছে। ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া দাম ছিল ৪০-৪৪ টাকা। তবে খাসি ও বকরির চামড়া গত বছরের দামেই বিক্রি হবে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে লবণের দাম বেড়ে যাওয়ায় উৎকণ্ঠায় আছেন চামড়া সংগ্রহকারীরা। মাঝির ঘাট পাইকারি বাজারে প্রতি বস্তা অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে ১১৫০-১২৫০ টাকায়। লবণ ব্যবসায়ীরা জানান, একটি গরু বা মহিষের চামড়া সংরক্ষণ করতে ৮-১০ কেজি লবণ প্রয়োজন।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন জানান, এ বছর চার লাখ চামড়া সংরক্ষণের লক্ষ্য রয়েছে। কিন্তু সংরক্ষণ খরচ বেড়েছে। শ্রমিকদের মজুরিও বেড়েছে। প্রায় ২৫ জন আড়তদার চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতি নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ