স্টাফ রিপোর্টার : ঈদের দিন বৃহস্পতিবার ২৯ জুন বিকালে বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মোস্তানির বিল্লাহ্ মাশহুদ নামের ওই শিশু শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এহছানুল কবিরের পুত্র।
জানা যায়, পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মাশহুদ। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।