চট্টলবীর ডেস্ক : বোয়ালখালীতে পাঁচ হাজার ৫০০ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন শাকপুরা হাজি মো. জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো.জানে আলম। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি করে পিঁয়াজ, ছোলা ও ছোলার ডাল দেওয়া হয়। জানা গেছে, ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, নব নির্বা চিত চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনার্দন চৌধুরী রঘু।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোজাম্মেল হক, মো. সাদেক হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী তৈয়ব, নূরুল কবির, অনুপ দাশ, আতিকুর রহমান আবুল হাশেম, শাহজা হান, জাহেদুল দু ইসলাম জয়, মনসুর আলম, মাওলানা আবদুল দু মাবুদ, আবুনাঈম, ইব্রাহীম চৌধুরী, মো. আমানত উল্লাহ, মো. ডালিম, শওকত আলী, রহমত আলী, মো. নাছের ও মো.দেলোয়ার।