• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:

চট্টগ্রামে চামড়া সংগ্রহ হলো ৩ লাখ ২০ হাজার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার : চার লাখ কোরবানির কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি থাকলেও গতকাল ২ জুলাই রোববার পর্যন্ত প্রায় ৩ লাখ ২০ হাজার চামড়া সংগ্রহ করেছে চট্টগ্রামের আড়তদারেরা। এর মধ্যে গরু-মহিষের চামড়া ২ লাখ ৫৫ হাজার, বাকিগুলো ছাগল ও ভেড়ার। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মুসলিম উদ্দিন জানান, এবার গরুর দাম ছিল বেশি। অনেকেই একাধিক গরু কোরবানি দিতেন। এখন দুই- তিনজন মিলে একটি গরু কোরবানি দিয়েছেন। এ জন্য লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

এদিকে, নগরের মুরাদপুরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মাঠে সংরক্ষণ করা হয়েছে প্রায় ৩০ হাজার চামড়া। এসব চামড়া সংগ্রহ করেছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ। এছাড়া আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) সাড়ে ৫ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর আগে চামড়ার দাম না পেয়ে ডাস্টবিনে ফেলে দিতে দেখা যায়। এবছর এই পরিস্থিতির উন্নতি হয়েছে।

মৌসুমি চামড়া সংগ্রহকারীরা জানান, এবার বড় গরুর চামড়া ৪৫০-৬০০ টাকা, মাঝারি গরুর চামড়া ৩৫০-৪০০ টাকায় কিনে আড়তে বিক্রি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ