স্টাফ রিপোর্টার : আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে হাজী ছাবের আহমেদ রেনু (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গত ৫ জুলাই বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজীগাঁও এলাকায় বন্যহাতি আক্রমণে নিহতের ঘটনা ঘটে। নিহত ছাবের আহমেদ উত্তর হাজিগাঁও এলাকার রেনু মিয়ার বাড়ির মৃত আতর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাড়ির যাচ্ছিলো এমন সময় এক বন্যহাতি তাদের উপর আক্রমণ করে। অন্যান্য মুসল্লিরা হাতির আক্রমন থেকে রক্ষা পেলেও পালিয়ে যেতে পারেননি বৃদ্ধ ছাবের আহমেদ। মারাত্মক ভাবে বন্য হাতিটি তাকে আহত করে। হাতি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। এর আগে বুধবার ভোরে ইছামতি খাল পার হয়ে আসা হাতিটি উপজেলা সদরের খাদ্য গুদাম ও সাদমুসা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় বিচরণ করছিল। সেখান থেকে সন্ধ্যার দিকে বোয়ালগাঁও-শোলকাটা হয়ে হাজীগাঁও পৌঁছে হাতিটি আক্রমণ চালায়। এই নিয়ে উপজেলা সদর ও আশপাশ এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে বারখাইন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহেদুল আলম শাহেদ জানান, বন্যহাতির আক্রমণে হাজী ছাবের আহমেদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। একবছর আগেও এই গ্রামে হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বন্য হাতির ভয়ে গ্রামের মানুষের আতংকে দিন পার করতে হয়। আমি ঘটনা স্থান পরিদর্শন করে এসেছি। নিহতের বাড়িতে আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনের কথা রয়েছে। বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আনোয়ারায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহতের খবর শুনেছি।নিহতের পরিবার যদি আবেদন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।