• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে এসএসসি-১৯৮২ ব্যাচের মতবিনিময়

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মতবিনিময় সভা করেছে এসএসসি-১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন বিরাশিয়ান।
গত ৮ জুলাই শনিবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদের আনোয়ার ট্রেড সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমেদের সভাপতিত্বে এবং নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএসসি-১৯৮২ ব্যাচের কৃতি শিক্ষার্থী মহিউদ্দিন বাচ্চুকে দলীয় প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ‘বিরাশিয়ান’ সদস্যরা।
সভায় আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুও উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে এমন আয়োজনের জন্য বিরাশিয়ান সদস্যদের ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মনজুর কাদের বলেন, যে কোনো মূল্যে বন্ধু বাচ্চুর জয় নিশ্চিত করার লক্ষ্যে ভেদাভেদ ভুলে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
বাচ্চুকে বিরাশিয়ানদের গর্ব উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, বাচ্চু আমাদের গর্ব, ওর জয় বিরাশিয়ানদের জয়। তাকে জয়ী করতে আমরা কাজ করবো। সভায় আরো বক্তব্য দেন মীর্জা মো জসিম উদ্দিন, অধ্যাপক মো ইউনুস, হাসনা হেনা, নুরুল আফসার, আবদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ