স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা ও পুলিশের মধ্যে গোলাগুলির সময় আরসার শীর্ষ সন্ত্রাসী মো. হুসেন প্রকাশ ওরফে হুসেন মাঝি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি, ওয়াকিটকি, মোবাইল সেট এবং একাধিক মোবাইল ফোনের সিম উদ্ধার হয়। জানা গেছে, আজ ১০ জুলাই সোমবার ভোরে রোহিঙ্গা শিবিরে অভিযান চালাতে গেলে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে আরসার।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ এসব তথ্য জানিয়ে বলেন, গোলাগুলির ঘটনায় নিহত হুসেন প্রকাশ একাধিক হত্যা মামলার আসামি ছিলেন। রোহিঙ্গা শিবিরে হত্যা,চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন হুসেন।
শিবিরগুলোতে অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সৈয়দ হারুন অর রশীদ।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ জুলাই ভোরে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ পশ্চিম রোহিঙ্গা শিবিরের বি-১৫, বি-১৬ ও বি-১৭ বøক এলাকায় আরসার সঙ্গে মিয়ানমারের আরেকটি সশস্ত্র গোষ্ঠী আরএসও – এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর অপর দুজনসহ ৫ জন মারা যান।