• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রামে নিহত ৩ কন্যার পরিবারকে সমবেদনা জানালেন শিক্ষা উপমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনিতে অগ্নিকাÐে নিহত তিন কন্যার পরিবারকে সমবেদনা জানাতে যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ২২ জুলাই শনিবার সকালে চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনিতে যান তিনি। এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সন্তানহারা মিঠুন দাশ-আরতি দাশ দম্পতিকে গভীর সমবেদনা জানান। তিনি বলেন, সন্তান হারানোর বেদনা সহ্য করা কোন পিতা মাতার পক্ষে সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সন্তানের আত্মার শান্তি কামনা করি।

এই সময় শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি বিষ্ণু দাশ, ঝান্না দাস, দিলীপ দাস, কৃষ্ণ দাশ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ জুন সকালে চার বোনকে বাসায় রেখে কর্মস্থলে চলে যান মা-বাবা। হঠাৎ বাসায় আগুন ধরে গেলে সবার ছোট আড়াই বছর বয়সী বোনকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বড় তিন বোন। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন সপ্তাহের মধ্যে একে একে তিন বোনই মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ