স্টাফ রিপোর্টার : অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। ২৯ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বদেশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় আরেকটি যাত্রীবাহী আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা গাড়িতে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে ২টি বাসে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।