চট্টলবীর ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ চীনা প্রকৌশলী জ্যাং মিংইয়ানের (৪১) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জ্যাং মিংইয়ান চায়না পতাকাবাহী বাল্ক জাহাজ এমভি ক্যাং হুয়ান এর প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এরআগে, মঙ্গলবার অনুশীলনের সময় লাইফ বোট উল্টে সাগরে নিখোঁজ হন তিনি।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, আজ ৩১ মার্চ সকালে ওই জাহাজের প্রধান প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গত ২৮ মার্চ বিকাল ৩টা ১০ মিনিটে বন্দরের আলফা অ্যাংকারেজে লাইফ বোটের অনুশীলন চলাকালে একপর্যায়ে বোটটি ডেভিট হুক থেকে খুলে সাগরে গিয়ে পড়ে এবং বোটটি উল্টে যায়। এঘটনার পর বিকাল সাড়ে ৫টায় জাহাজটির এজেন্সি জানায় তাদের সকল নাবিক প্রাণে বেঁচে গেছে। পরে রাত পৌণে ১১টার দিকে আবার জানায় তাদের প্রধান প্রকৌশলী নিখোঁজ। এরপর কোস্টগার্ড ও বন্দরের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালানো হয়। গত ১৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতের মিনা এসএকিউআর বন্দর ছেড়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজটি। জাহাজটিতে ১৬ জন নাবিক ছিলেন।