• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকার গোপীবাগে ট্রেনের চারটি বগিতে দেওয়া আগুনে ৪ জন নিহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনের চারটি বগিতে দুর্বৃত্তের দেওয়া আগুনে চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র। ৫ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরপরই এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ্য হয়। ফায়ার সার্ভিস মিডিয়া সেল কর্মকর্তা জানান শাহজাহান শিকদার জানান, রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস সাত ইউনিট। রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ