• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

তীব্র শীতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, বাড়ছে শীতজনিত রোগী

অনলাইন ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: গত কয়েকদিনের তীব্র শীতে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকাÐ। এদিকে শীতের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা। ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিনই গড়ে ২০০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে শীতজনিত রোগী। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছে অসংখ্য রোগী। এদের মধ্যে শিশুরোগ ছাড়াও মেডিসিন, সার্জারি ও গাইনিসহ প্রতিটি ওয়ার্ডের চিত্র একই। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত ) ডা. মোহাম্মদ ইস্তিয়াকুর রহমান বলেন, ঠান্ডাজনিত কারণে সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এটি সামনে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের যে সংখ্যক চিকিৎসক ও নার্স রয়েছে তারা সাধ্যমতো রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ