• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

হাটহাজারীর ধলইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারীতে গলায় ফাঁস লাগিয়ে রানী শীল (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৫ জানুয়ারি সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আত্মহননকারী রিংকু রানী শীল ঐ বাড়ির রাহুল শীলের পুত্র সুমন শীলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রিংকু রানী শীল পরিবারের সবার অগোচরে দুপুরের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে দীর্ঘক্ষণ রিংকু রানী শীলের সাড়া শব্দ না দেখে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে তাদের শোর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে রুমের দরজা ভেঙে রিংকুকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ফরিদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে এ ঘটনার আসল রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ