• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
  • [gtranslate]

নিরাপদ, সন্ত্রাস, মাদকমুক্ত ফটিকছড়ি গড়বো: সনি

অনলাইন ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, নিরাপদ, সন্ত্রাস, মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে গড়বো। এর জন্য যা যা করতে হয় আমাদের করতে হবে। আমি তো একা পারবো না। ফটিকছড়ির সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মানুষের চাহিদা পূরণ করতে হবে। আমাদের দুইটি পৌরসভা, ১৮টি ইউনিয়ন। একেক ইউনিয়নের, একেকটি পৌরসভার মানুষের একেক ধরনের চাহিদা থাকতে পারে। শপথ গ্রহণের পর ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরের গোল্ডেন ইন হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের অনেক কাজ করতে হবে। পুরো বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে সেই হিসাবে আমরা পিছিয়ে গেছি। রাস্তাঘাটসহ প্রতিটি খাতে উন্নয়ন করতে হবে। আমি প্রধানমন্ত্রী এবং ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী নমিনেশন না দিলে ফটিকছড়ি হয়তো অবহেলিতই রয়ে যেত। আমার দায়িত্ব ও কর্তব্য অনেক। বিশেষ করে আমি রফিকুল আনোয়ারের সন্তান। তাই মানুষ আস্থা রেখেছেন। যত শিগগির সম্ভব কাজগুলো শুরু করবো। মানুষের আস্থা যেন আমি ধরে রাখতে পারি সেই চেষ্টা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ